Premium Package (A)
Premium Package (A)
প্যাকেজের মেয়াদকাল: ৪০ দিন। এয়ার লাইন্স থেকে সিডিউল প্রাপ্তি সাপেক্ষে কম/বেশি হতে পারে।
আবাসন ব্যবস্থা (মক্কা): ৩ স্টার হোটেল হারাম শরীফ এর বাহিরের চত্তর হতে ৩০০ মিটার দূরত্বে।
আবাসন ব্যবস্থা (মদিনা): ৩ ষ্টার হোটেল হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ৩০০ মিটার দূরত্বে।
এই প্যাকেজে হজ্জযাত্রীগণ টিকেট প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ২০ দিন উল্লেখিত হোটেলে থাকতে পারবেন। এরপর মদিনা যাবেন। মদিনা থেকে এসে হজ্জের আগে দুই দিন। হজ্জের পরে ৩ দিন আজিজিয়ায় থাকবেন। আজিজিয়া থেকে রিটার্ন ফ্লাইট হবে।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৪/৫ জন করে থাকবেন।
শর্তাবলী:
- ঘোষিত প্যাকেজে বাংলাদেশ সরকার ও সৌদি সরকার কর্তৃক যে কোন অতিরিক্ত চার্জ আরোপিত হলে হজ্জযাত্রীকে পরিশোধ করতে হবে।
- নিবন্ধন হওয়ার পর যদি কোন হজ্জ যাত্রী হজ্জে যেতে না পারেন/আগ্রহী না হন সে ক্ষেত্রে বিমান ভাড়া এবং খাবারের টাকা ছাড়া প্যাকেজের সমুদয় অর্থ সরকারের নীতিমালা অনুযায়ী অফেরৎযোগ্য বলে বিবেচিত হবে।
- মিনা থেকে মক্কায় হজ্জের তাওয়াফ ও সায়ী করার জন্য মোয়াল্লেমের কোন বাসের ব্যবস্থা না থাকায় হজ্জযাত্রীদের এজেন্সীর ব্যবস্থাপনায় নিজ খরচে আসা-যাওয়া করতে হবে।
- মিনা আরাফা মুজদালিফার ব্যবস্থাপনা সৌদি সরকার কর্তৃক নিয়ন্ত্রনাধীন। সমস্ত প্যাকেজের হজ্জযাত্রীগন মিনার তাবু সেবা “ডি” ক্যাটাগরী অনুসারে প্রাপ্ত হবেন।
- আরাফা থেকে মুজদালিফায় পায়ে হেটে যাওয়া উত্তম। সরকারকর্তৃক বরাদ্দকৃত বাস সময় সল্পতার কারনে অনেক সময় আসতে দেরি করে। বিধায় যারা বাসে যাবেন তাদেরকে ধৈয্য ধরে বসে থাকতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে হজ্জের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করলে ২৪ ঘন্টা পূর্বে পাসপোর্ট, রিকনফার্ম টিকেট এবং প্রয়োজনীয় কাগজ পত্র হাজী সাহেবদেরকে দেয়া হবে ইনশাআল্লাহ।
- হজযাত্রীদের প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ সরকার ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ব্যাংক একাউন্টে অবশ্যই জমা করতে হবে।
- বর্তমানে অনলাইন সিস্টেমে হোটেল বুকিং বাধ্যবাধকতার কারনে মদিনার অবস্থান কাল অনলাইন সিস্টেম কর্তৃক গ্রহণ করার উপরে (৭ থেকে ১০দিন যাতায়াতসহ) মদিনায় অবস্থান বিবেচিত হবে।
- মক্কা থেকে মদিনা শরীফ, জেদ্দায় যাতায়াত পথে ও জেদ্দা বিমান বন্দর এবং ঢাকার হজ্জ ক্যাম্পে অবস্থানকালে হজ্জযাত্রীগণ নিজ খরচে ও নিজ দায়িত্বে খাবার খাবেন।
- আজিজিয়ায় থাকাকালীন সময়ে হজ্জ যাত্রী গন হারাম শরীফে যাতায়াত করতে ইচ্ছুক হলে সেক্ষেত্রে নিজ খরচে যাতায়াত করবেন। হজ্জের পরে আজিজিয়ায় অবস্থান ৩ দিনের বেশি হলে সেক্ষেত্রে এজেন্সির খরচে হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
- হজ্জ চলাকালীন সময়ে আজিজিয়ার হোটেলে ৮, ৯, ১০, ১১ ও ১২ই জিলহজ্জ মোট ৫ (পাঁচ) দিন খাবার বন্ধ থাকবে। উক্ত সময়ে মিনার তাবুতে খাবার চালু থাকবে।
- হজ্জ যাত্রীদের উন্নতমানের বাংলাদেশী খাবার পরিবেশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, এর পরেও কোন হজ্জ যাত্রী না খেতে পারলে প্যাকেজ মোতাবেক টাকা ফেরত নিবেন।
- প্যাকেজের মেয়াদ-কাল-২০/২২ দিন করতে চাইলে প্যাকেজ মূল্যের অতিরিক্ত আনুমানিক ৬০ (ঘাট হাজার) টাকা প্রদান করতে হবে।
সুবিধাসমুহ:
মিনা: মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে। এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে।
কুরবানী: প্যাকেজে কুরবানী অন্তর্ভুক্ত নয়। কুরবানীর জন্য ৮০০ সৌদি রিয়াল (আনুমানিক) সঙ্গে নিতে হবে। পরিবহন: ফ্লাইনাস /সাউদিয়া/বিমান (সিট প্রাপ্তি সাপেক্ষে এজেন্সির সুবিধা অনুযায়ী)।
জিয়ারত: মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা/আজিজিয়া থেকে মিনা- আরাফা-মুযদালিফা-মিনা-মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাবু, খাবারসহ আনুসাঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মোয়াল্লেমদের। হজ এজেন্সি মোয়াল্লেমদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের এই সেবা নিশ্চিতে কাজ করবে।
গাইড: সকল প্যাকেজে এজেন্সি গড়ে ৪৫ জন হজ্জযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবেন। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজ্জযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন। এছাড়া তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন। গাইডগণ হজ্জযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজ্জকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না।
৭,৬৫,০০০/- (সাত লক্ষ পয়ষট্টি হাজার টাকা)
প্যাকেজের মেয়াদকাল: ৪০ দিন। এয়ার লাইন্স থেকে সিডিউল প্রাপ্তি সাপেক্ষে কম/বেশি হতে পারে।
আবাসন ব্যবস্থা (মক্কা): ৩ স্টার হোটেল হারাম শরীফ এর বাহিরের চত্তর হতে ৩০০ মিটার দূরত্বে।
আবাসন ব্যবস্থা (মদিনা): ৩ ষ্টার হোটেল হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ৩০০ মিটার দূরত্বে।
এই প্যাকেজে হজ্জযাত্রীগণ টিকেট প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ২০ দিন উল্লেখিত হোটেলে থাকতে পারবেন। এরপর মদিনা যাবেন। মদিনা থেকে এসে হজ্জের আগে দুই দিন। হজ্জের পরে ৩ দিন আজিজিয়ায় থাকবেন। আজিজিয়া থেকে রিটার্ন ফ্লাইট হবে।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৪/৫ জন করে থাকবেন।
শর্তাবলী:
- ঘোষিত প্যাকেজে বাংলাদেশ সরকার ও সৌদি সরকার কর্তৃক যে কোন অতিরিক্ত চার্জ আরোপিত হলে হজ্জযাত্রীকে পরিশোধ করতে হবে।
- নিবন্ধন হওয়ার পর যদি কোন হজ্জ যাত্রী হজ্জে যেতে না পারেন/আগ্রহী না হন সে ক্ষেত্রে বিমান ভাড়া এবং খাবারের টাকা ছাড়া প্যাকেজের সমুদয় অর্থ সরকারের নীতিমালা অনুযায়ী অফেরৎযোগ্য বলে বিবেচিত হবে।
- মিনা থেকে মক্কায় হজ্জের তাওয়াফ ও সায়ী করার জন্য মোয়াল্লেমের কোন বাসের ব্যবস্থা না থাকায় হজ্জযাত্রীদের এজেন্সীর ব্যবস্থাপনায় নিজ খরচে আসা-যাওয়া করতে হবে।
- মিনা আরাফা মুজদালিফার ব্যবস্থাপনা সৌদি সরকার কর্তৃক নিয়ন্ত্রনাধীন। সমস্ত প্যাকেজের হজ্জযাত্রীগন মিনার তাবু সেবা “ডি” ক্যাটাগরী অনুসারে প্রাপ্ত হবেন।
- আরাফা থেকে মুজদালিফায় পায়ে হেটে যাওয়া উত্তম। সরকারকর্তৃক বরাদ্দকৃত বাস সময় সল্পতার কারনে অনেক সময় আসতে দেরি করে। বিধায় যারা বাসে যাবেন তাদেরকে ধৈয্য ধরে বসে থাকতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে হজ্জের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করলে ২৪ ঘন্টা পূর্বে পাসপোর্ট, রিকনফার্ম টিকেট এবং প্রয়োজনীয় কাগজ পত্র হাজী সাহেবদেরকে দেয়া হবে ইনশাআল্লাহ।
- হজযাত্রীদের প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ সরকার ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ব্যাংক একাউন্টে অবশ্যই জমা করতে হবে।
- বর্তমানে অনলাইন সিস্টেমে হোটেল বুকিং বাধ্যবাধকতার কারনে মদিনার অবস্থান কাল অনলাইন সিস্টেম কর্তৃক গ্রহণ করার উপরে (৭ থেকে ১০দিন যাতায়াতসহ) মদিনায় অবস্থান বিবেচিত হবে।
- মক্কা থেকে মদিনা শরীফ, জেদ্দায় যাতায়াত পথে ও জেদ্দা বিমান বন্দর এবং ঢাকার হজ্জ ক্যাম্পে অবস্থানকালে হজ্জযাত্রীগণ নিজ খরচে ও নিজ দায়িত্বে খাবার খাবেন।
- আজিজিয়ায় থাকাকালীন সময়ে হজ্জ যাত্রী গন হারাম শরীফে যাতায়াত করতে ইচ্ছুক হলে সেক্ষেত্রে নিজ খরচে যাতায়াত করবেন। হজ্জের পরে আজিজিয়ায় অবস্থান ৩ দিনের বেশি হলে সেক্ষেত্রে এজেন্সির খরচে হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
- হজ্জ চলাকালীন সময়ে আজিজিয়ার হোটেলে ৮, ৯, ১০, ১১ ও ১২ই জিলহজ্জ মোট ৫ (পাঁচ) দিন খাবার বন্ধ থাকবে। উক্ত সময়ে মিনার তাবুতে খাবার চালু থাকবে।
- হজ্জ যাত্রীদের উন্নতমানের বাংলাদেশী খাবার পরিবেশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, এর পরেও কোন হজ্জ যাত্রী না খেতে পারলে প্যাকেজ মোতাবেক টাকা ফেরত নিবেন।
- প্যাকেজের মেয়াদ-কাল-২০/২২ দিন করতে চাইলে প্যাকেজ মূল্যের অতিরিক্ত আনুমানিক ৬০ (ঘাট হাজার) টাকা প্রদান করতে হবে।
সুবিধাসমুহ:
মিনা: মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে। এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে।
কুরবানী: প্যাকেজে কুরবানী অন্তর্ভুক্ত নয়। কুরবানীর জন্য ৮০০ সৌদি রিয়াল (আনুমানিক) সঙ্গে নিতে হবে। পরিবহন: ফ্লাইনাস /সাউদিয়া/বিমান (সিট প্রাপ্তি সাপেক্ষে এজেন্সির সুবিধা অনুযায়ী)।
জিয়ারত: মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা/আজিজিয়া থেকে মিনা- আরাফা-মুযদালিফা-মিনা-মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাবু, খাবারসহ আনুসাঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মোয়াল্লেমদের। হজ এজেন্সি মোয়াল্লেমদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের এই সেবা নিশ্চিতে কাজ করবে।
গাইড: সকল প্যাকেজে এজেন্সি গড়ে ৪৫ জন হজ্জযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবেন। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজ্জযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন। এছাড়া তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন। গাইডগণ হজ্জযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজ্জকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না।
৭,৬৫,০০০/- (সাত লক্ষ পয়ষট্টি হাজার টাকা)
- 65 S. J Jahanara Imam Sharani, Spectra Maqsood Tower, Ground Floor,(Beside Starkabab) Elephant Road.Dhaka 1205
- +8801322884980
- +8801845834043
- madanihajjtravels1980@gmail.com
- info@madanihajjbd.com